ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বেগম পত্রিকা প্রকাশ, মঙ্গলগ্রহে ভাইকিং অবতরণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
বেগম পত্রিকা প্রকাশ, মঙ্গলগ্রহে ভাইকিং অবতরণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২০ জুলাই ২০১৫, সোমবার । ৫ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
•    ১৮১০ - কলম্বিয়ার স্বাধীনতা।
•    ১৯০২ - কবি ও শিশুসাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন। তার পৈত্রিক নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
•    ১৯০৫ - ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন।
•    ১৯১৯- এভারেস্ট বিজয়ী নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী x অভিযাত্রী এডমন্ড হিলারির জন্ম।

•    ১৯৩৭- রেডিও আবিষ্কারক গুগলিয়েলমো মার্কনি মৃত্যুবরণ করেন।
•    ১৯৪৬ - প্যারিতে শান্তি সম্মেলন শুরু হয়।
•    ১৯৪৭ - বাংলায় মুসলিম নারীদের সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশ হয়।
•    ১৯৬৮ - স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।
•    ১৯৬৯- (বাংলাদেশ সময় ২১ জুলাই) অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন।
•    ১৯৭৬ - মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।
•    ১৯৯৬ - ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।