ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

গ্রহাণু ইউডব্লিউ-১৫৮

৩০ গুণ কাছ দিয়ে অতিক্রম করলো পৃথিবী

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
৩০ গুণ কাছ দিয়ে অতিক্রম করলো পৃথিবী

ঢাকা: রোববার (১৯ জুলাই) একটি বিশাল গ্রহাণ‍ু পৃথিবী অতিক্রম করেছে। ২০১১ ইউডব্লিউ-১৫৮ নামের গ্রহাণুটি পৃথিবী অতিক্রম করার সময় লন্ডন সময় ছিলো রাত এগারোটা (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা)।



গ্রহাণুটি সৌরজগতে পৃথিবীর নিকটবর্তী গ্রহগুলোর চেয়েও ত্রিশগুণ বেশি কাছ অতিক্রম করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহাণুর কেন্দ্রে ৯০ মিলিয়ন টন প্লাটিনাম থাক‍ার সম্ভাবনা রয়েছে।

নাসার গোল্ডেনস্টোন রাডার অবসারভেটরি আগাম সংবাদ দিয়েছিলো, ৪৫২/১০১১ মিটার প্রশস্ত ২০১১ ইউডব্লিউ-১৫৮ পৃথিবীর ২৪ লাখ কিলোমিটার বা  ১৪ লাখ ৯১ হাজার মাইলের মধ্য দিয়ে অতিক্রম করবে। গ্রহাণুটি পৃথিবীর প্রায় চব্বিশ লাখ ১৫ হাজার কিলোমিটার বা ১৫ লাখ মাইলের মধ্য দিয়ে অতিক্রম করেছে।

গ্রহাণুটি অতিক্রম করার আগে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, টেলিস্কোপ ও ইন্টারনেটের মধ্যবর্তী সংযোগ প্রদানকারী স্লো আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের আগ্নেয় দ্বীপমালা ও ক্যানারি দ্বীপপ‍ুঞ্জের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে গ্রহাণুর পরিভ্রমণ সরাসরি সম্প্রচার করবে।

স্লো’র জ্যোতির্বিজ্ঞানী বব বারমেন জানান, ত্রিশগুণ কাছে দিয়ে অতিক্রমকারী ২০১১ ইউডব্লিউ-১৫৮ এ প্রচুর প্লাটিনাম থাকতে পারে এবং অদূর ভবিষ্যতে তা খনিতে রূপান্তরিত হতে পারে।

এরইমধ্যে গ্রহাণু মাইনিং কম্পানি গ্রহাণুটিকে এক্স-টাইপ বলে সংজ্ঞায়িত করছে। কোম্পানিটি এ ধরনের প্রায় এক ডজন গ্রহাণুকে ক্যাটালগের অন্তর্ভুক্ত করেছে বলে জানা যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।


বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।