ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ঘোড়ার পিঠে ঘোড়া! (ভিডিওসহ)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
ঘোড়ার পিঠে ঘোড়া! (ভিডিওসহ)

ঢাকা: ঘোড়ার পিঠে আরও একটি ঘোড়া। সেও ছুটে চলেছে তার সঙ্গীর মতো।

অবাক হচ্ছেন? ভাবছেন ঘোড়ার পিঠে চড়ে আবার ঘোড়া ছোটে কি করে? কিন্তু ঘটনা অনেকটা এমনই!

দ্য ভিঞ্চি বা ভিনি নামের একটি ঘোড়া শাবক জন্মেছে দুর্লভ এক জন্মদাগ নিয়ে, যা সত্যিই অসাধারণ।
ভিঞ্চির গায়ের রং বাদামি। তার বামপাশে গলার খানিক নিচে রয়েছে সাদা রঙের ঘোড়ার মাথার আকৃতির একটি জন্মদাগ। ভিঞ্চি এই জন্মদাগ বরাবর ঘাড়ের কেশরও সাদা। এক নজরে মনে হয় যেন তার গায়ে ছুটে চলা কোনো সাদা ঘোড়ার ট্যাটু এঁকে দেওয়া হয়েছে।  


যেন নিখুঁত হাতে ফুটিয়ে তোলা কোনো চিত্রকর্ম। আর তাই মালিকেরা  বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির নামে ঘোড়া শাবকটির নাম রেখেছেন।


যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারের রবিনহুড বে তে ফ্লাইং হল রাইডিং স্কুলে চলতি বছরের মে মাসে জন্ম নেয় ভিঞ্চি।
রাইডিং স্কুলের পরিচালক ওয়েন্ডি বালমার জানান, আমি ভিঞ্চির মাকে মূল্যহ্রাসে কিনেছিলাম। তবে সে যে অন্তঃস্বত্ত্বা ছিল তা আমার জানা ছিল না। তাই খানিক আশ্চর্যই হয়েছি।


ওয়েন্ডি ভিঞ্চির জন্মতে প্রথমে খুব একটা খুশি না হলেও, ছোট বাদামি এ ঘোড়ার বন্ধুভাবাপন্ন আচরণে স্কুলের ‍শিশুরা তাকে বেশ পছন্দ করে।  
ওয়েন্ডি জানান, বাদামি ঘোড়াদের গায়ে অদ্ভুত দাগ থাকে। তবে এ ধরনের দাগ সাধারণত দেখা যায় না।

ভিঞ্চির নিচের অংশে সাদা হার্ট আকৃতির একটি চিহ্ন রয়েছে বলেও জানান ওয়েন্ডি।



তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।