ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

৩১ জুলাই ব্লু -মুন!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
৩১ জুলাই ব্লু -মুন!

ঢাকা: ব্লু-মুন শব্দটির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। মাসের দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় ব্লু-মুন।

অর্থাৎ, একই বছরে একই মাসে দু’বার পূর্ণিমা হলে তাকে বলা হয় ব্লু -মুন।

২০১৫ সালটি ব্লু -মুনের বছর। চলতি মাসের ২ তারিখ ছিলো পূর্ণিমা। আগামী ৩১ জুলাই আকাশে উঠবে আরও একটি পূর্ণ চাঁদ। বলা যায়, পূর্ণিমার আলোয় শুরু হয়েছিলো জুলাই। আবার ভরা পূর্ণিমাতেই বিদায় নিচ্ছে মাসটি।  


ব্লু-মুন দুই থেকে তিন বছর পর পর হয়। শেষ ব্লু-মুনটি হয়েছিলো ২০১২ সালের ৩১ আগষ্ট। জোতির্বিদরা জানিয়েছেন, ২০১৮ সালের আগে আর কোনো ব্লু -মুন হওয়ার সম্ভাবনা নেই।


তবে, তখন দু’বার ব্লু -মুন হতে পারে বলেও জানান দিয়েছেন  বিজ্ঞানীরা।

একই বছরে দুটি ব্লু -মুন অর্থাৎ, একই বছরে দুই মাসে চারটি পূর্ণিমা হবে। ১৯৯৯ সালে জানুয়ারিতে দু’বার  ও মার্চ মাসে দু’বার পূর্ণিমা হয়েছিলো। অর্থাৎ, সে বছর ব্লু -মুন হয় দু’বার।

একইভাবে, ২০১৮ সালের জানুয়ারিতে দু’বার ও মার্চ মাসে দু’বার পূর্ণিমা হবে। একে বলা হয় ডবল ব্লু -মুন।

২০৩৭ সালের জানুয়ারি ও মার্চ মাসে ডাবল ব্লু-মুন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগাম বার্তা দিয়েছেন জ্যোতির্বিদরা।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।