ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

হিমালয়ের কে-২ শৃঙ্গ জয়, কাজী মোতাহার হোসেনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
হিমালয়ের কে-২ শৃঙ্গ জয়, কাজী মোতাহার হোসেনের জন্ম কাজী মোতাহার হোসেন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার । ১৫ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ৭৬২ - বাগদাদ শহরের প্রতিষ্ঠা। খলিফা আল মনসুর শহরটি প্রতিষ্ঠা করেন।
•    ১৪৯৮- প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
•    ১৬৫৬ - ওয়ারশ যুদ্ধের অবসান।
•    ১৯২৭ - নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাধে।

•    ১৯৩৫ - বিশ্বখ্যাত পেঙ্গুইন প্রকাশনীর বই প্রথম প্রকাশিত হয়।

•    ১৯৪৮ - লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

•    ১৯৫৪ - ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গ জয় করেন। কে-২ পাকিস্তান ও চীনের জিনজিয়ান সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
•    ১৯৬৯ - মার্কিন নভোখেয়া মেরিনার-৬ মঙ্গল থেকে পৃথিবীতে ছবি পাঠায়।
•    ১৯৭৩ - বাংলাদেশকে দক্ষিণ ভিয়েতনামের স্বীকৃতি।
•    ১৯৯২ - জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।    
   
জন্ম
•    ১৮৬০- মার্কিন মোটরগাড়ি উৎপাদনকারী হেনরি ফোর্ড-এর জন্ম। তার উদ্ভাবিত  মডেলের মোটরগাড়ি আমেরিকার শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন আনে।
•    ১৮৯৭- কাজী মোতাহার হোসেন। বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তার পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে হলেও তিনি  কুষ্টিয়া জেলার কুমারখালি থানার লক্ষ্মীপুর গ্রামে মামাবাড়িতে  জন্মগ্রহণ করেন।
•    ১৯৬৫ - ব্রিটিশ লেখক জে কে রাউলিংয়ের জন্ম। বিখ্যাত হ্যারি পটার সিরিজ লিখে তিনি পেয়েছেন একাধিক পুরষ্কার। তার এই সিরিজটি বিশ্বব্যাপী চারশো মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।

মৃত্যু
•    ১৯৮০- চারুশিল্পী গোপাল ঘোষের মৃত্যু।
•    ১৯৯২ - কমিউনিস্ট নেতা রতন সেন সন্ত্রাসীদের হাতে নিহত হন।
•    ২০০৭ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।

তথ্যসূত্র: ইন্টারনেট।

গ্রন্থনা: সানজিদা সামরিন।


বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।