ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

হঠাৎ লোকালয়ে একটি বানর

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
হঠাৎ লোকালয়ে একটি বানর

রাজধানীর মিরপুর-১ এ সড়ক পাশের দেয়ালে হঠাৎই দেখা গেলো একটি বানর। এলাকাবাসীর নজর কাড়লো সেই বানর।

কেউ বললো- এসেছে বুঝি চিড়িয়াখানা থেকে, কেউ বলছে, হয়ে গেছে দলছুট। কিন্তু লোকালয়েও বানরটি তার স্বাভাবিক বাঁদরামো করেই যাচ্ছিলো।   খাবার ছুঁড়ে দিলে তা খেতে লাফিয়ে পড়ছিলো রাস্তায় আবার খাবার নিয়েই উঠে পড়ছিলো দেয়ালের ওপর কিংবা বাড়ির ছাদে।

বানর দেখতে নিমিষেই জমে যায় ভিড়। কেউ একজন ছুঁড়ে দেয় একটি কলা। বাংলানিউজের একজন পাঠক আরিফুল ইসলাম সেই ভিড়ের মধ্য থেকে বানরের কলা খাওয়ার দৃশ্য ধারণ করেন তার মোবাইল ফোনের ক্যামেরায়। পাঠিয়ে দেন বাংলানিউজে। যারা মিরপুরে বানরটির দেখা পাননি তাদের জন্য প্রকাশিত হলো এখানে।

বাংলাদেশ সময় ১৯২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫

এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।