ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ভারত ছাড় আন্দোলন শুরু, নাগাসাকিতে দ্বিতীয় আণবিক বোমা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ভারত ছাড় আন্দোলন শুরু, নাগাসাকিতে দ্বিতীয় আণবিক বোমা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৯ আগস্ট ২০১৫, রোববার। ২৫ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
•    ১১৭৩- লিনিং টাওয়ার অব পিসার নির্মাণ কাজ শুরু।
•    ১৮৩১- প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল।
•    ১৮৪২- মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমানা নির্ধারণ।
•    ১৯১০- আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন।
•    ১৯৪২- ভারত ছাড় আন্দোলন শুরু হয়।
•    ১৯৪৫- যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে দ্বিতীয় আণবিক বোমা নিক্ষেপ করে।
•    ১৯৬৫- মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পৃথক হয়।
জন্ম
•    ১৬৩১-ইংরেজ কবি ও নাট্যকার জন ড্রাইডেন।
•    ১৮৭১- উড়োজাহাজ আবিষ্কারক দুই ভাইয়ের মধ্যে আলভিন রাইট।
•    ১৯৪৯- ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী রোমানো প্রোদি।
মৃত্যু-
•    ১৯৭০- ভারতের স্বাধীনতা সংগ্রামী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
•    ১৯৮১-বিশিষ্ট লেখক সৈয়দ মর্তুজা আলী।

তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।