ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, প্রমথ চৌধুরীর মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, প্রমথ চৌধুরীর মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার। ১৮ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

•    ১৭৫২- যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি অনুসরণ শুরু করে।
•    ১৭৯২- ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশো পুরোহিতদের হত্যা করেন। এ ঘটনা সেপ্টেম্বর গণহত্যা হিসেবে পরিচিত।

•    ১৯১৪– প্রথম বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাব ছড়িয়ে যাওয়ার পর রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
•    ১৯৩৯- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বাহিনী পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।
•    ১৯৪৫- ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
•    ১৯৪৫– জাপ‍ানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান।
•    ১৯৮৫- পশ্চিমবাংলার চলচ্চিত্র কেন্দ্র ‘নন্দন’ উদ্বোধন করেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

জন্ম
•    ১৯৫২- বাঙালি পন্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক বেণী মাধব দাস।

মৃত্যু
•    ১৯৪৬- সাহিত্যিক, সম্পাদক ও চলিত ভাষার গদ্যকার প্রমথ চৌধুরী।
•    ১৯৬৭- সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ আয়েত আলী খাঁ।
তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।