ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

মাতাল এক ভালুকছানা

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
মাতাল এক ভালুকছানা

‘ওই বিপিনবাবুর কারণসুধা
মেটায় ক্ষুধা, মেটায় জ্বালা;
আরে মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি তার জাদু। ।



উপরের পঙ্ক্তিগুলো মহানায়ক উত্তম কুমার অভিনীত কলকাতার পুরনো দিনের বাংলা ছায়াছবি ‘অমানুষ’র একটা গানের কলি। ছবিতে এক বেহেড মাতাল মদের কতো না প্রশস্তি করে এই গানে। মদ তার কাছে ধরার অমৃত। তাই গানে গানে মদকে সে বলছে  কারণসুধা। এ-জিনিস একটু বেশি পরিমানে গিললে সৃষ্টিছাড়া কতো না কাণ্ড করে লোকে।

মদের আরো কতো যে বাহারি নাম!কারণবারি, সোমরস, আসব, সুরা…! এই কারণবারির প্রভাবে লোকে মারামারি বাঁধায়; সুশীল লোকের মুখেও খিস্তি-খেউড়ের তুবড়ি ছোটে। আর মাতালের টলোমলো পায়ের গল্পও সবার জানা। কবি শামসুর রাহমান তো মাতাল-বন্দনা করতে গিয়ে ‘এই মাতোয়ালা রাইত’ নামের একটা কবিতা লিখে গেছেন---আজও যা জনপ্রিয়তার তুঙ্গে।

মাতাল কি কেবল মানুষই হয়! এশিয়ায়-আফ্রিকায় পাহাড় থেকে লোকালয়ে ঢুকে মদের ভাঁটিখানায় বন্য হাতির পাল সব মদ সাবাড় করে দলবেঁধে কতো না দক্ষযজ্ঞ কাণ্ড ঘটায়। ভালুকরাও কম যায় না। লোকের বাড়িতে ঢুকে মদ আর মধু চুরি করে খেতে ওরা বড়ই ওস্তাদ।

এবার শোনাচ্ছি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার এক বাচ্চা ভালুকের মাতাল হবার গল্প। ভালুকের গতিবিধির ওপর নজর রাখার জন্য ওদের চলার পথে স্থাপন করা গোপন ক্যামেরায় ধরা পড়ে ওর কাণ্ডকীর্তি।

ভিডিওতে দেখা যায়। আলাভোলা ভালুকছানাটি টলোমলে পায়ে এগিয়ে চলেছে। চলতে চলতে এদিক-ওদিক গড়িয়ে পড়ছে। মাটিতে পড়ে আবার উঠে দাঁড়াচ্ছে।

থেমে অভ্যাসবশত গাছের গায়ে পিঠ ঘষার চেষ্টা করছে । কিন্তু শূন্যস্থানটিকেই গাছ ভেবে পিঠ ঘষতে গিয়ে বারবার প্রপাত ধরণীতল হচ্ছে।

 মদ সে কোথায় পেল সেটা জানা যায়নি। এক প্রাণিবিজ্ঞানী ভিডিওটা দেখে মত দিলেন, ‘ও হয়তো ফারমেন্টেড ফ্রুট খেয়েছিল। আর তাতেই ওর মাথা গেছে বিগড়ে। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।