ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বামনদের ফ্যাশন শো

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বামনদের ফ্যাশন শো

ঢাকা: ফ্যাশন মডেল হতে হলে লম্বা হওয়া অন্যতম প্রধান শর্ত। কিন্তু তাই বলে কি খাটোরা ক্যাটওয়াক করবেন না? খাটোদের মডেল হওয়ার ইচ্ছে কি তবে অধরাই রয়ে যাবে? না, বন্ধুরা হতাশ হওয়ার কিছুই নেই।



শুক্রবার (০২ অক্টোবর) প্যারিস ফ্যাশন উইকে আয়োজিত ফ্যাশন শোতে র‌্যাম্পে হেঁটেছেন বামন ফ্যাশন মডেলরা। তবে এই শোতে হাঁটতে হলে বামনই হতে হবে। কারণ, ফ্যাশন শো’র নামই ‘ন্যাশনাল ডোয়ার্ফ ফ্যাশন শো’।

অসাধারণ ও ব্যতিক্রমী এ শোতে অংশ নেওয়া মডেলদের উচ্চতা ছিলো এক দশমিক ৩০ মিটার বা চার ফুট চার ইঞ্চি। নিউইয়র্ক ক্রিয়েটিভ বিজনেস হাউজের ডিজাইন করা পোশাক পরে তারা স্টেজে হেঁটেছেন।

অভিনব এ ফ্যাশন শো’র আয়োজক অলাভজনক ফরাসি প্রতিষ্ঠান ডোনোনস-লেউর উন চান্স (গিভ দেম চান্স) ও ক্রিয়েটিভ বিজনেস হাউজ। উদ্ভাবনী এ শো-কে সাধুবাদ জানিয়েছেন দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা।

ন্যাশন্যাল ডোয়ার্ফ ফ্যাশন শো এ নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হলো। এর আগে গত বছর প্যারিস ফ্যাশন উইক ও নিউইয়র্কে গত শীতে অ‍ারও দু’বার এটি অনুষ্ঠিত হয়।

ফ্যাশন শো-তে অংশ নেওয়া বামন মডেল এমা  জানান, এ আয়োজন আমাদের সম্পর্কে মানুষের ধারণা পাল্টে দিচ্ছে। আমি ফ্যাশন পচ্ছন্দ করি আর ক্যাটওয়াকে অংশ নিতে চাই।

তিনি আরও জানান, ন্যাশন্যাল ডোয়ার্ফ ফ্যাশন শো ডিজাইনারদের ধারণ‍া দেবে, কীভাবে আমাদের জন্য নতুন নতুন নকশার পোশাকের তৈরি করা যায়।  

আগামী বছর বামন ফ্যাশন শো অনুষ্ঠিত হবে টোকিওতে। তাই এশিয়ার ফ্যাশনপ্রেমীরাও স্বচক্ষে প্রেরণাদায়ক এ শো দেখার সুযোগ পাবেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।