ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

রাশিয়ার উপকূলে ১০ হাজার মৃত সার্ডিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
রাশিয়ার উপকূলে ১০ হাজার মৃত সার্ডিন ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার সাখালিন দ্বীপের সমুদ্র সৈকতজুড়ে কেবল সার্ডিন মাছের ছড়াছড়ি। সমুদ্রপাড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে প্রায় ১০ হাজারেরও বেশি সার্ডিন।

যেনো পানির সঙ্গে আড়ি নিয়েছে সবাই।

চলতি মাসের শুরুর দিকে প্রশান্ত মহাসাগরীয় সাখালিন দ্বীপে ঘটেছে এ ঘটনা। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের পানির তাপমাত্রা হঠাৎ ওঠানামা করার ফলে একসঙ্গে এতো মাছের প্রাণহানি হয়েছে।     

মৎস বিশেষজ্ঞ নিকোলেই কিম জানান, আবহাওয়ার কারণে দৈনন্দিন পানির তাপমাত্রা খুব দ্রুত ওঠানামা করছে। অর্থাৎ দুপুরবেলা পানি গরম থাকে ও রাতে খুব বেশি ঠাণ্ডা হয়ে পড়ে। ফলে পানিতে এসব মাছের বেঁচে থাকা কঠিন।

সুদূর পূর্বের সার্ডিন প্রায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পানিতে বসবাস করে। প্রতিবছর গ্রীষ্মের শুরুতে এরা দক্ষিণ-পশ্চিমের সাখালিন উপকূলে আসে ও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এখানেই থাকে।

ঘটনার বিবৃতিতে জানা যায়, রাতে পানির তাপমাত্রা ভয়বহভাবে নেমে যাওয়ায় মাছের মৃত্যু হচ্ছে। তাদের মরদেহ উপকূলে ভেসে আসে।

তবে, এ ঘটনাটি প্রাণী দুর্যোগ হলেও স্থানীয়দের কাছে এটি বিনামূল্যে ভোজের মতোই ব্যাপার। অনেকেই বালতি নিয়ে উপকূলে এসে মাছ নিয়ে গেছেন। বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন, মাছগুলো খাওয়া নিরাপদ।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, টার্টার প্রণালীর দক্ষিণাংশের পানি ২০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ। কিন্তু সাম্প্রতিক ঘুর্ণিঝড়ের কারণে এর তাপমাত্রা তীক্ষ্ণভাবে নেমে গেছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।