ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ভিন্ন মাত্রার ‘ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন’-৩

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ভিন্ন মাত্রার ‘ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন’-৩

ঢাকা: গাছের পাতা হোক বা ফুল। চকলেট, পাস্তা বা স্প্যাগেডি।

হেডফোন আর স্ক্রই বা বাদ যাবে কেন। গল্প লুকিয়ে রয়েছে সবকিছুর মধ্যেই। এই প্রতিটি জিনিস স্বকীয়তা ছাড়াও প্রকাশ করে ভিন্ন অর্থ। শুধু তা খুঁজে নেওয়ার শৈল্পিক দৃষ্টি থাকা চাই।

চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব ছোট ছোট উপকরণ দিয়ে গত এক বছরে বেশকিছু ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন তৈরি করেছেন ক্রিস্টিয়ান মেনজা।

চেক প্রজাতন্ত্রের ১৭ বছর বয়সী এ শিল্পী বলেন, সারা বছর ধরে এসব ছবির মাধ্যমে আমি উপলব্ধি করেছি, আমাদের চারপাশের ছোট ছোট এ উপকরণগুলো কতো গুরুত্বপূর্ণ আর অর্থবহ।

আমাদের এবারের ধারবাহিক আয়োজন এসব উপকরণে তৈরি ক্রিস্টিয়ান মেনজার সেরা ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশনগুলো নিয়ে। যে ছবিগুলো ভাবনার জগতকে নিয়ে যাবে আরও এক ধাপ এগিয়ে। তৃতীয় পর্বের ছবিগুলো দেখে নেবো।

ফুল

হলুদ ঝালর হাতে চিয়ার লিডার নেচে চলেছে বাতাসের তালে তালে।

বিস্কুট

বিস্কুট দিয়ে ওয়াটার পট তৈরির ভাবনাটা কিন্তু মন্দ নয়। এ ওয়াটার পট দিয়ে বাগানে পানি না দেওয়া গেলেও দেখতে ভীষণ সুন্দর।

পিন

গালের চামড়া সটান করতে সত্যি সত্যি পিন ব্যবহার না করা হলেও, মেনজার আঁকা এ কার্টুনটি কিন্তু বেশ চমৎকার। কী বলুন!

ছুরি

জাহাজটি তবে ডুবেই গেলো ধাঁরালো সমুদ্রমাঝে। গোটা সমুদ্রটাই যদি হয় ছুরির তৈরি, তবে সে সমুদ্রকে তো ধাঁরালো বলাই চলে।

পাস্তা

ঢিল পড়েছে মৌচাকে। সর্বনাশ, পালাও পালাও! মৌমাছি যে ধেয়ে আসছে!
 
স্মার্টফোন

যার হাতে রয়েছে স্মার্টফোন, তার হাতে গোটা দুনিয়া। এক ফোনেই যখন সবকিছু, তখন সুইমিংপুলই বা বাদ যাবে কেন! পোর্টেবল নীল জলের সুইমিংপুলে ইচ্ছেমতো গা ভেজানো যাবে যখন তখন।

কমলা

পড়ি-মরি করে দৌড়। পাহাড় চূড়া থেকে গড়িয়ে পড়লো বিশাল এক প্রস্থরখণ্ড।  

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।