ঢাকা: চাইনিজ ইন্টারনেট সার্চ ইঞ্জিন প্রোভাইডার বাইদু ইনকর্পোরেটেড তৈরি করেছে চালকবিহীন গাড়ি। আগামী তিন বছরের মধ্যে চীনে চালকবিহীন অটোমোবাইল চালুর লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের গাড়ি নির্মাণ করেছে বাইদু।
চালকবিহীন এ গাড়িতে লেসার রাডার, সেন্সর, রোড ম্যাপসহ একটি ক্যামেরা রয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেইজিংয়ের ফিফথ রিং রোডে গাড়িটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে।
চালকবিহীন গাড়িটি ঘণ্টায় যাবে একশো কিলোমিটার।
বাইদুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিন জানান, যদিও বেইজিংয়ের রাস্তায় গাড়ি চলাচল ব্যবস্থা একটু জটিল। তবুও আমরা চালকবিহীন গাড়ি তৈরি করেছি।
জিন একইসঙ্গে ড্রাইভারলেস অটোমোবাইল বিজনেসের ম্যানেজার।
বাইদু সয়ংক্রিয় উপায়ে চালিত গাড়ি তৈরির প্রকল্পটি হাতে নেয় ২০১৩ সালে। এ কোম্পানির মূল প্রযুক্তি বাইদু অটোব্রেইনে রয়েছে ম্যাপিং, পজিশনিং, ডিটেকশন ও ডিসিশন মেকিং পদ্ধতি।
পরবর্তী পরীক্ষামূলক কাজে দেখা হবে আবহাওয়া অর্থাৎ বৃষ্টি বা তুষারপাতে গাড়িটি কীভাবে চলবে।
এ সপ্তাহে ঝেজিয়াং প্রদেশে উঝেনের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে চালকবহীন গাড়িটি প্রথম প্রদর্শিত হবে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএমএন/এসএস