ঢাকা: তার নাম লিউ কিং। অবসরপ্রাপ্ত এ শিক্ষকের অবসরের অবকাশ থাকে না শীত এলে।
চীনের জিলিন শহরের লুমাহু পার্কে চোখ ধাঁধানো বরফের ভাস্কর্য তৈরি করে অনেক আগেই সুখ্যাতি গড়েছেন লিউ। গত কয়েক বছরে লিউ বহু তুষার-ভাস্কর্য তৈরি করেছেন।
এ বছর বরফ দিয়ে তৈরি করেছেন ১৫ মিটার (প্রায় ৫০ ফুট) লম্বা কুমির আর তিন মিটার (প্রায় ১০ ফুট) লম্বা মাছ।
প্রতি শীতে কয়েকশো দর্শনার্থী পার্কে আসেন তার কাজ দেখতে। এই শীতে আমরাও না হয় একবার দেখে নিলাম তার নিখুঁত বরফশিল্প!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএমএন/এএ