ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বাকপ্রতিবন্ধীকে সারপ্রাইজ দিতেই এতো কিছু! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বাকপ্রতিবন্ধীকে সারপ্রাইজ দিতেই এতো কিছু! (ভিডিওসহ)

ঢাকা: ইস্তানম্বুলবাসী ছেলেটির নাম মুহাররম। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক মাসের প্রস্তুতি নিয়েছে এক ডজনেরও বেশি মানুষ।

শ্রবণ ও বাক প্রতিবন্ধী মুহাররমকে চমকে দিতে তারা প্রত্যেকেই শিখেছেন সাংকেতিক ভাষা। অতঃপর দিনটি এলো। অসংখ্য ক্যামেরা এখানে-সেখানে লুকিয়ে রাখা হলো। মুহাররম আর তার বোন বাড়ি থেকে বের হলেন।

সেদিন বোনের সঙ্গে হাঁটতে বের হয়ে এক বিচিত্র অভিজ্ঞতা হলো তার। যখন তারা রাস্তা, দোকান, ট্যাক্সি আর যেখানে যতো মানুষের সঙ্গে মুখোমুখি হলো, সবাই মুহাররমের সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বললেন। কিন্তু এটি কী করে সম্ভব? তারা কী করে জানলেন মুহাররম শ্রবণ প্রতিবন্ধী? তারা প্রত্যেকেই তার অপরিচিত। মুহাররম দ্বিধায় পড়ে গেলেন। তবে তারা সবাই কী তার মতো শুনতে পান না!

ঘটনাটি কিন্তু নিছক কাকতালীয় ছিলো না। এটি ছিলো তুর্কি স্যামসাং ইলেকট্রনিক্সের একটি স্পেশাল ইভেন্ট, যা মুহাররমের জন্য সুপরিকল্পিতভাবে করা হয়েছে।

কোম্পানিটির মার্কেটিং ক্যাম্পেইন ‘ডায়ান ইলার’ বা হেয়ারিং হ্যান্ডস এর অংশবিশেষ এ ভিডিওটি। স্যামসাং তাদের নতুন  ভিডিও কল সার্ভিস সেন্টার DuyanEller.com এর প্রমোশনের জন্য এই ভিডিওটি ধারণ করেছে। ভিডিও কল সার্ভিস সেন্টারটি তুর্কির শ্রবণ প্রতিবন্ধীদের সেবা দেবে।

সারপ্রাইজ পাওয়ার পর মুহররমের চোখ ভিজে ওঠে আনন্দের অশ্রুতে। সাংকেতিক ভাষায় মুহররম তার অভিব্যক্তি প্রকাশ করেন, লুকানো ক্যামেরাগুলো দেখার আগে আমি পুরো ঘটনা কিছুতেই বুঝতে পারছিলাম না। এটি সত্যিই হৃদয়স্পর্শী ও আমি আনন্দিত। ডায়ান ইলারের এ প্রজেক্টের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান মুহাররম।

সংযুক্ত ভিডিওটিতে ক্লিক করতে ভুলবেন না যেনো!

তথ্যসূত্র: ইন্টারনেট।



বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।