ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বানর মায়ের আদরে কুকুরছানা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
বানর মায়ের আদরে কুকুরছানা ছবি: সংগৃহীত

ঢাকা: বানর দুষ্টু হলেও মা হিসেবে কিন্তু সে পরম মমতাময়ী। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে একটি বানর মাকে সযত্নে লালন করতে দেখা গেছে ছোট্ট এক কুকুর ছানাকে।


   
দিল্লির পথে বানর মা ও কুকুরছানার আদরমাখা দৃশ্য দেখে মুগ্ধ পথিকরা।


১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ‘দ্য ইন্ডিয়ান লজিক্যাল’ ওয়েবসাইট ফেসবুকে বানর মা ও কুকুরছানার ছবি পোস্ট করেছে।

তাদের ছবিতে এ পর্যন্ত লাইক পড়েছে দেড় লাখেরও বেশি। আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতেও সাড়া ফেলেছে ছবিগুলো।


মা তো মা-ই। সে না হয় পালক মা-ই হলো। কুকুরছানাটিকে নিরাপদ রাখতে জাতিভেদ ভুলে বানরটি লড়াই করছে রাস্তার অন্য কুকুরদের সঙ্গে।

নিজে খাওয়ার আগে নিশ্চিত হচ্ছে ছানাটি খেলো কিনা।


এমনকি কুকুরছানাটিকে কোলে নিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এ গাছ থেকে ওগাছে।

কুকুরছানাটিও কম ভাগ্যবান নয়, বানর মায়ের সুবাদে তারও গাছে চড়া হলো।


এ ঘটনাই বলে, জাতিভেদ আসলে কিছু না। ভালোবাসা আর সমবেদনাই সংযুক্ত ও সম্পর্কযুক্ত করে প্রতিটি প্রজাতির প্রতিটি প্রাণীকে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।