ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্না দে’র জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মে ১, ২০১৬
 জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্না দে’র জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ মে ২০১৬, রবিবার। ১৮ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৫১ - ক্রিকেট খেলা প্রথম অনুষ্ঠিত হয় আমেরিকায়।
•     ১৭৫৯ - জোসিয়াহ ওয়েজগুড গ্রেট ব্রিটেনে ওয়েজগুড তৈজসপত্র তৈরি প্রতিষ্ঠানের সূচনা করেন।
•     ১৭৮৬ - অস্ট্রিয়ার ভিয়েনাতে মোৎসার্ট তার ‘লে নজে দি ফিগারো’ অপেরা প্রথম পরিবেশন করেন।
•     ১৮৩৪ - যুক্তরাজ্যের উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল হয়।
•     ১৮৪০ - যুক্তরাজ্য প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পেছনে আঠাযুক্ত ডাকটিকিট চালু করে, যার নাম পেনি ব্ল্যাক।
•     ১৮৫১ - রানী ভিক্টোরিয়া লন্ডনে গ্রেট এক্সিবিশনের উদ্বোধন করেন।
•     ১৮৫২ - ফিলিপাইনে ফিলিপিনো পেসো মুদ্রা হিসেবে বাজারে আসে।
•     ১৮৮৪ - আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু।
•     ১৮৮৬ - যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানি ঘটে।
•     ১৯২৫ - চীনে অল-চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন, যার সদস্য সংখ্যা ১৩ কোটি ৪০ লক্ষ।
•     ১৯২৭ - আমেরিকান ফেডারেশন অব লেবার, দ্য ইউনিয়ন লেবার লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করে।
•     ১৯৩০ - আনুষ্ঠানিকভাবে বামন গ্রহ প্লুটোর নামকরণ করা হয়।
•     ১৯৩১ - নিউইয়র্ক সিটিতে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নির্মাণ কাজ শেষ হয়।
•     ১৯৫৬ - জোনাস সক আবিষ্কৃত পোলিও টীকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
•     ১৯৬১ - কিউবার প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন ও নির্বাচন বাতিল করেন।
•     ২০০৩ - তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ইরাকে মার্কিন বাহিনীর মূল যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করেন।

জন্ম
•     ১৮৮১ - ফরাসি দার্শনিক ও জীবাশ্মবিদ পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ।
•     ১৯১৯ - ভারতীয় সঙ্গীতশিল্পী মান্না দে। আধুনিক বাংলা গানের জগতে সব স্তরের শ্রোতাদের কাছে মান্না দে অত্যন্ত প্রিয় একটি নাম। ৫০ থেকে ৭০ দশক পর্যন্ত হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। মান্না দের সঙ্গীত জীবনে সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড হয়। সঙ্গীত ভুবনে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ ও ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে। এছ‍াড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করে।
•     ১৯৫১ - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ।
•     ১৯৬৯ - মার্কিন পরিচালক ও লেখক ওয়েস অ্যান্ডারসন।

মৃত্যু
•     ১৯৪৫ - নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস।
•     ১৯৯৩ - ফরাসি প্রধানমন্ত্রী পিয়ের‌ বেরেগোভোয়া।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মে ০১, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।