ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নদী ভরা ধান!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ২, ২০১৬
নদী ভরা ধান! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ বছর সূর্যের তাপ যেন আগুন হয়ে ঝরছে। অনাবৃষ্টিতে যখন চারদিকে হাহাকার ঠিক তখনই দেশের কোথাও কোথাও হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে ধানের জমি।






অনেকে বলছেন, আজাব পড়েছে। আবার কেউ কেউ বলছেন, পূর্ববঙ্গের অতিবৃষ্টিতে নদীতে জোয়ার এসেছে। তবে ঘটনা যাই হোক, সবদিক থেকেই কৃষকের মাথায় হাত।





অসময়ে জমির ফসল কাটতে হচ্ছে বলে অনেক ফসলই অপরিপক্ক রয়ে গেছে। ফলে এ ফসল বিক্রিতে বাজারে দামও পাচ্ছেন না তারা।







এক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেলো, হঠাৎ প্রকৃতির এমন আচরণে সর্বশান্ত তারা। তিনি বলেন, ধান লাগানোর খরচার আসল টাকাটাও আর উঠবো না।





শ্রমিক আর মেশিনের ভাড়া দিতেই হিমশিম খাচ্ছেন তারা। অন্য এক কৃষক জানালেন, এ বছর ফসল ভালো হলেও হঠাৎ পানি বাড়ায় সব তলিয়ে গেছে। এ ধান কাটতে গিয়েও তাদের পোহাতে হচ্ছে নানা ঝামেলা। কেটে যে ধান পাওয়া যাবে তাতে মহাজনের টাকা শোধ করার উপায় পর্যন্ত নেই।






এত হতাশার মাঝেও থেমে নেই তারা। কখনো হাঁটু পানি আবার কখনো কোমর পানিতে নেমে চলছে ধান কাটা। আর সেই ধান নিয়ে ফিরছেন নৌকায় করে। পাশেই শুকনো জমিতে ধান মাড়িয়ে, শুকিয়ে সেখাই বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন হাট-বাজারে।



বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।