ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বানরের আদর বুঝলো না ব্যাঙ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, মে ১২, ২০১৬
বানরের আদর বুঝলো না ব্যাঙ!

ঢাকা: দক্ষিণ-পশ্চিম চীনের ন্যানিং শহরের একটি নেচার রিজার্ভের দুষ্টু বানরের তুষ্টি মিলছে না। ধরতেই গেলেই হাত গলিয়ে পালায় ব্যাঙ! কিন্তু ব্যাঙকে বানর করবে কি? উত্তর হচ্ছে- আদর।

 


নদীর পাড়ে ব্যাঙকে দেখলো বানর। অমনি হাত বাড়িয়ে তাকে লুফে নিলো সে। ব্যাঙটি পেলো ভয়। বানর অন্যমনস্ক হতেই নদীর বুকে উড়ন্ত লাফ দিলো সে।

কিন্তু বানর কি আর ছাড়ে, না হয় সে ছিলোই একটু অন্যমনস্ক। ফের কব্জায় পেয়ে হলদে-কালো ছিটবলের মতো ফুলে ওঠা ব্যাঙের দিকে মুখ বাড়িয়ে দিলো বানর, চুমু পিছলে গেলো ব্যঙের থলথলে গায়ে।

কিন্তু ভালোবাসা কোনোমতেই জায়গা নিলো না আতঙ্কগ্রস্ত ব্যাঙের মনে, সে তার ছুটে যাওয়ার চেষ্টায় মত্ত।

কিন্তু কেন ভয় পেলো ব্যাঙ? বানরকে দেখে মনে হচ্ছে না সোনা রঙা ব্যাঙটিকে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার রয়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসএমএন/‌এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।