ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কথাসাহিত্যিক শওকত ওসমানের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
কথাসাহিত্যিক শওকত ওসমানের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ মে ২০১৬, শনিবার। ৩১ বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৪৩ - মাত্র চার বছর বয়সে চতুর্দশ লুই ফ্রান্সের সম্রাট হন।
•     ১৭৯৬ - এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
•     ১৮১১ - প্যারাগুয়ে স্পেনের শাসন থেকে মুক্তি পায়।
•     ১৯৩৯ - লিনা মেডিনা মাত্র পাঁচ বছর বয়সে সন্তান জন্ম দেন। চিকিৎসা ইতিহাসের তিনিই সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত।
•     ১৯৪৮ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
•     ১৯৫৫ - সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
•     ১৯০৭ - পাকিস্তানি সেনাশাসক ও রাষ্ট্রপতি আইয়ুব খান।
•     ১৯২৩ - চিত্রপরিচালক মৃণাল সেন।
•     ১৯৪৪ - মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস।

মৃত্যু
•     ১৯২৫ - বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ড।
•     ১৯৯৮ - কথাশিল্পী শওকত ওসমান। লেখক ও কথাসাহিত্যিক শওকত ওসমান নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস ক্রীতদাসের হাসি। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চায় উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার অর্জন করেন।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।