ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ক্লোনিং পদ্ধতির প্রথম সাফল্য ভেড়াশাবক ডলির জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
ক্লোনিং পদ্ধতির প্রথম সাফল্য ভেড়াশাবক ডলির জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৫ জুলাই ২০১৬, মঙ্গলবার। ২১ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮১১ - ভেনেজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
•     ১৮৪১ - টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
•     ১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান ঘটে।
•     ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
•     ১৯৫৪ - বিবিসি প্রথম সংবাদ বিবৃতি সম্প্রচার করে।
•     ১৯৬২ - আলজেরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
•     ১৯৯৬ - ক্লোনিং পদ্ধতির প্রথম সাফল্য হিসেবে ভেড়াশাবক ‘ডলি’ জন্ম নেয়।

জন্ম
•     ১৯৩৮ - বাংলাদেশি রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদ।
•     ১৯৮২ - ইতালিয়ান ফুটবলার আলবের্তো জিলার্দিনো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এসএমএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।