ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে

ঈশ্বরচন্দ্রের জন্ম ও হেমন্ত কুমারের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ঈশ্বরচন্দ্রের জন্ম ও হেমন্ত কুমারের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ সেপ্টেম্বর ২০১৬, সোমবার। ১১ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৮০ - স্যার ফ্রান্সিস ড্রেক সমুদ্রপথে বিশ্বভ্রমণ শেষে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।
•    ১৮৮৭ - এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র (গ্রামোফোন) পেটেন্ট করেন।
•    ১৯০৭ - নিউজল্যান্ড একটি রাজ্যে পরিণত হয়।
•    ১৯৫৯ - জাপানের হনসুতে দু’দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
•    ১৯৭৩ - কনকর্ড উড়োজাহাজ রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

জন্ম
•    ১৭৭৪ - যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পরিবেশবিদ জনি আপেলসিডের জন্ম।
•    ১৮২০ - বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম নেওয়া বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই ঈশ্বরচন্দ্র লাভ করেন বিদ্যাসাগর উপাধি। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ বুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ ও স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম স্মরণ হয় শ্রদ্ধার সঙ্গে। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দরিদ্র, আর্ত ও পীড়িত মানুষের কাছে ‘দয়ার সাগর’ বলে পরিচিত ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মশক্তি ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি। পশ্চিম মেদিনীপুরে ঈশ্বরচন্দ্রের স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত।
•    ১৮৭৬ - ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি গোলাম ভিক নৈরাগের জন্ম।
•    ১৮৮৮ - প্রখ্যাত ইংরেজ কবি ও সাহিত্যিক টি এস এলিয়টের জন্ম।
•    ১৯২৩ – প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দের জন্ম।
•    ১৯৩২ - ভারতীয় রাজনীতিক ও দেশটির ১৪তম প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্ম।
•    ১৯৪৩ - অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলের জন্ম।
•    ১৯৮১ - মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের জন্ম।
•    ১৯৮২ সালে চিত্রশিল্পী নীরদ মজুদারের মৃত্যু।
•    ১৯৮৯ - খ্যাতিমান বাঙালি সংগীতশিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু। তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ। হেমন্তের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে - ‘পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হবো’, ‘ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে’, ‘আয় খুকু আয়, আয় খুকু আয়’, ‘ও আকাশ প্রদীপ জ্বেলো না, ও বাতাস আঁখি মেলো না’, ‘আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি’, ‘মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো’, ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও’, ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, ‘কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।