ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২৭ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার। ১২ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১২৯০- প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোকের মৃত্যু।
• ১৭৬০- মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
• ১৭৮১- হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু।
• ১৮২১- মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
• ১৮২২- জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।
• ১৮৩৪- চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।
• ১৯৩৭- প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।
• ১৯৪০- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বার্লিনে জার্মানি, জাপান ও ইতালি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।
• ১৯৪০- ইংল্যান্ডে ৫৫ জার্মান প্লেন ভূপাতিত হয়।
• ১৯৪২- স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।
• ১৯৪৪- বামপন্থী রাজনীতিবিদ সিরাজ শিকদারের জন্ম।
• ১৯৪৯- বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
• ১৯৫৮- ভারতীয় সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
• ১৯৬১- সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
• ১৯৬২- ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন বা ইয়েমেন-সা’না) প্রতিষ্ঠিত হয়। দেশটি ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।
• ১৯৮০-এই দিন থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।
জন্ম
• ১৫৫৭- জাপানের সম্রাট গো-নারার মৃত্যু।
• ১৮৪৩- ফরাসি গণিতবিদ গ্যাস্টন টেরি।
• ১৯০৬- কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ি।
• ১৯০৭ - ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রসিদ্ধ ভারতীয় বিপ্লবী শহীদ ভগত সিং।
• ১৯২৪ - মার্কিন পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ ফ্রেড সিঙ্গা।
• ১৯৩২- ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া।
• ১৯৭৬- ইতালীয় ফুটবলার ফান্সিস্কো টট্টি।
• ১৯৮১- নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককুলাম।
মৃত্যু
• ১৮৩৩- বাংলায় নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায়।
• ১৯৩৩ বাঙালি কবি কামিনী রায়।
• ১৯৭১- বীর উত্তমখেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার নাজমুল হক শহীদ হন।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এএ