ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।



৯ জানুয়ারি, ২০১৭, সোমবার। ২৬ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 ঘটনা
•    ১৭৫৭-রবার্ট কাইভ হুগলি অধিকার করেন।
•    ১৭৯২-তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
•    ১৮১৬-স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।
•    ১৯৮২-মিশর ও ইজরাইল সিনাই থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।
•    ১৯৬০-মিসরের নীলনদের উপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।
•    ১৯৬৪ সালের এ দিনে পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জের হিসেবে পানামা খালের অধিবাসীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে।
জন্ম
•    ১৮৯০-খ্যাতনামা চেক লেখক ও নাট্যকার ক্যারেল কাপেক জন্ম গ্রহণ করেছিলেন।
•    ১৯০৮-ফরাসি ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বেভোয়ারের জন্ম।
•    ১৯২২-নোবেলজয়ী ভারতীয় জীববিজ্ঞানী হরগোবিন্দ খোরানার জন্ম।
মৃত্যু
•    ১৮৭৩ -ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যু।
•    ১৯২৩-প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। ছিলেন লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ। তিনি ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। ব্রিটিশ ভারতের নারীমুক্তি আন্দোলনে সত্যেন্দ্রনাথ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তার আরও একটি পরিচয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই।
•    ১৯৪৫-ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউডের মৃত্যু।
•    ১৯৮৪-দিনে সঙ্গীতশিল্পী আঙুরবালা দেবীর মৃত্যু।
•    ১৯৯৪-কমিউনিস্ট নেতা দেবেন শিকদারের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।