ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

‘আইচি ক কাইকো’ এবং কিছু রেংমিটচা শব্দ-বাক্য

শুভ্রনীল সাগর, ফিচার এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
‘আইচি ক কাইকো’ এবং কিছু রেংমিটচা শব্দ-বাক্য বামদিক থেকে হক্কে, লেঙ্কলাং ও মানতং ম্রো / ছবি: শুভ্রনীল সাগর

ম্রো পাড়া (আলিকদম) ঘুরে: ‘আমি তোমাকে ভালোবাসি’, রেংমিটচা ভাষায় কী হবে জিজ্ঞেস করা হলো হেডম্যান পাড়ার প্রধান (কারবারি) হক্কে ম্রোকে (৭৭)। আগুলা পাড়াপ্রধান দমরং ভাষায় (ম্রো ভাষা) সেটি জিজ্ঞেস করতেই ঘরভর্তি হাসির রোল।

মানতং ম্রো’র বাড়িতে জড়ো হয়েছে পাড়ার ১৩ পরিবারের ছোট-বুড়ো সবাই। এদিন তার পাড়া পরিবর্তনের ভোজ।

ঐতিহ্য অনুযায়ী, কেউ এক পাড়া থেকে অন্য পাড়ায় স্থানান্তর করলে নতুন পাড়াবাসীকে ভোজ দিতে হয়। শুক্রবারের (১৩ জানুয়ারি) সূর্য উঠে গেছে আগেই। মিঠে রোদে পিঠ দিয়ে বসা বাকিরা শুরুর লাইনটি শুনে হেসে উঠলো।

প্রশ্ন শুনে আশি ছুঁই ছুঁই হক্কে কারবারিও জোরে হাসলেন। খানিকটা হাসি মুখে রেখে তার লাজুক উত্তর, আইচি ক কাইকো। মানে রেংমিটচা ভাষায় আমি তোমাকে ভালোবাসিকে এভাবেই বলে।

মানতংয়ের বাড়িতে আগত পাড়াবাসী

আগেরদিন সকালে তিনওয়াই পাড়ায় ছয় রেংমিটচা ভাষাভাষীর কথোপকথনে অংশ নেননি। আলো ফুটতেই চলে এসেছিলেন নিজ পাড়ায়। এদিন তাকে পাওয়া গেলো।  

মানতংয়ের বাড়িতে শুরুতেই তাকে সিবির (ম্রোদের ঐতিহ্যবাহী বিশেষ পানীয়) খাইয়ে পাড়াপ্রধান হিসেবে সম্মান জানানো হলো। এরপর ২৯১ তৈনফা মৌজার হেডম্যান মেন পুং ম্রো-ও বসে গেলেন রেংমিটচা ভাষায় কথা বলতে। এ পাড়ায় তারা দু’জনই কেবল রেংমিটচা ভাষা জানেন।

মানতংয়ের বাড়িতে আগত পাড়াবাসী

হেডম্যান (রেংমিটচা ভাষায়): খই ও হইকু (তুমি কেমন আছো)
হক্কে কারবারি: হইচা (ভালো আছি)

নাম জিজ্ঞেস করায় বললেন, কাইল হক্কে। মানে, আমার নাম হক্কে। এরপর চললো আরও কিছুক্ষণ।

হেডম্যান বলে বলে দিলেন রেংমিটচা ভাষার কিছু শব্দ। তখন চারপাশ দেখে যা চোখে বেঁধেছে সেগুলোই জিজ্ঞেস করে নেওয়া হলো:

ফুল: খেলেং
টেবিল: তাংনারা
ভাত: বু
তারকারি: আন
পাহাড়: হুং
ছেলে: বইচা
মেয়ে: তাংলা বইচা
বড় খাল: তোয়া তেলেং
পাহাড়ি ছড়া: তোয়া বইচা
গাছ: মোকাং
পাখি: তোয়া
ধান: চবা
চাল: চিম্মি
বাড়ি: ইম
মুরগি: আক
বাঁশ:
হেডম্যান: হেডম্যাং
গরু: খাওবয়
কুকুর: ওই
শূকর: অক
ছাগল: বেহেক
বিয়ে করা: তং পুই লা কম
মানুষ: মুরুচা
পানি: তুই

রেংমিটচা ভাষা (হক্কে ম্রো):

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসএনএস

আগের পর্বগুলো পড়ুন-
** রেংমিটচা ভাষার গান​
** বিলুপ্তপ্রায় রেংমিটচা ভাষা (ভিডিও-পর্ব ২)​
** বিলুপ্তপ্রায় রেংমিটচা ভাষা (ডিডিও-পর্ব ১)

** পৌষালি পূর্ণিমায় ছয়জনের আড্ডা জমে রেংমিটচায়​
**জুম চাল-কুমড়ায় ভোজ ও রেংমিটচাবৃত্তান্ত
**পাহাড়-ঝিরি পেরিয়ে রেংমিটচার টানে
**‘পাড়ায় গিয়ে রেংমিটচা ভাষার সব দেখাবো’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।