ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

জার্মানির স্বৈরশাসক হিটলারের ‘মৃত্যু’ হয়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জার্মানির স্বৈরশাসক হিটলারের ‘মৃত্যু’ হয় অ্যাডলফ হিটলার

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ এপ্রিল, ২০১৭, রোববার। ১৭ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন।

১৮৬৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়।

১৯৩৯ - এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়।

১৯৭৫ - উত্তর ভিয়েতনামের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থনপুষ্ট দক্ষিণ ভিয়েতনাম আত্মসমর্পণ করলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।

ব্যক্তি

১০৩০ - গজনীর সুলতান মাহমুদের মৃত্যু।

১৮৩৪ - লেখক ও কীটতত্ত্ববিদ জন লবকের জন্ম।

১৯৪৫ - জার্মানির ফ্যাসিবাদি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের মৃত্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মূল হোতা বলে কুখ্যাত হিটলার জন্মেছিলেন ১৮৮৯ সালের ২০ এপ্রিল। ১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। মিত্র বাহিনীর অন্যতম শক্তি সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেই সময়ে ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার। বিয়ের পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন বলে কথিত আছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।