মৈত্রী চক্রবর্তী
চট্টগ্রাম: আমি মৈত্রী চক্রবর্তী। এসএসসি পরীক্ষার ফলাফলে এবার ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছি। বাবা (দ্বিজেন চক্রবর্তী) প্রায়সময়ই বলতেন আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। সে লক্ষ্যে দিনরাত কঠোর পরিশ্রম করেছি। আমার টার্গেট ছিল যেকোনোভাবে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া।
স্কুলের শিক্ষকদের সহযোগিতা আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভালো ফলাফল করার প্রেরণা জুগিয়েছে। শিক্ষকদের অনুপ্রেরণা আমাদের চলার পথের পাথেয় হিসেবে থাকবে আজীবন।
আর একটি বিষয় না বললেই নয়। মা আমাকে সার্বক্ষণিক তদারকিতে রাখতেন। উনি না হলে আমার ভালো রেজাল্ট করতে পারতাম না। জিপিএ-৫ পেয়ে মা-বাবার স্বপ্নপূরণ করেছি। কিন্তু আমার লক্ষ্য প্রকৃত মানুষ হওয়া। লেখাপড়া শেষ করে গরিব-দুঃখী মানুষের জন্য যাতে কিছু করতে পারি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ৭, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।