ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বৃষ্টির ফোঁটায় মুক্তাঝরা হাসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
বৃষ্টির ফোঁটায় মুক্তাঝরা হাসি কচুপাতায় মুক্তাদানার মতো পানির ফোঁটা। ছবি: সৌমিন খেলন

নেত্রকোনা: সময়ে সময়ে প্রকৃতিও মুক্তাঝরা হাসি ছড়াতে পারে। আর সেটাই প্রমাণ করে দিল দুদিনের বৃষ্টি। নেত্রকোনায় শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঝরে।

হঠাৎ এই বৃষ্টির উপস্থিতি ব্যস্ত নাগরিক জীবনে ছন্দপতন টানলেও প্রকৃতিকে কিন্তু সাজিয়ে দিয়েছে নতুন রূপে। প্রতিটি গাছপালা যেন ধুলোপড়া জীবনে বড়সড় একটি গোসল দিয়ে পরিচ্ছন্ন হয়ে উঠেছে!

রোববার সকালে কয়েক ঘণ্টার জন্য বৃষ্টি থেমে যাওয়ার পর সবুজ মাঠের ঘাসসহ ছোট-বড়ো প্রতিটি গাছের পাতায় জমে থাকা একেকটি বৃষ্টির ফোঁটা মুগ্ধ করে দিয়েছে সবার মন!

কচুপাতায় মুক্তাদানার মতো পানির ফোঁটা।                     <div class=

ছবি: সৌমিন খেলন" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/kh220171210164908.jpg" style="width:100%" />কচু পাতাগুলোও যেন সযত্নে বৃষ্টির ফোঁটা আগলে কাটাচ্ছিল উৎফুল্ল সময়, আর ছড়াচ্ছিল মুক্তাঝরা হাসি।

তবে গত দুদিনের বৃষ্টিতে জেঁকে বসার ইঙ্গিত দিয়েছে শীত। আর মাত্র দিন চারেক পরই তো পৌষ এর দখলে যাবে প্রকৃতি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।