ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

জালালাবাদ পাহাড়ে রক্তক্ষয়ী যুদ্ধ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
জালালাবাদ পাহাড়ে রক্তক্ষয়ী যুদ্ধ জালালাবাদ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ এপ্রিল ২০১৮, রোববার। ৯ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫০০ - পেডো আলভারেজ কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন।
•    ১৮৩৪ – দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপ সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয়।
•    ১৯১৫ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে।
•    ১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ হয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুট করার পর সূর্যসেন ও তার সহযোদ্ধারা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিলে গোপনে সংবাদ পেয়ে ব্রিটিশবাহিনী সেখানে বড় ধরনের সামরিক হামলার চালায়। এ যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শহীদ হন ১৪ জন বিপ্লবী। এদের মধ্যে হরিগোপাল বল (টেগরা), প্রভাস বল, নরেশ রায়, ত্রিপুরা সেন, বিটু ভট্টাচার্য, মতি কানুনগো, অশোক দত্ত, নির্মল লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিন ঘোষ ও অর্ধেন্দু দস্তিদারের নাম উল্লেখযোগ্য।  
•    ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে।
•    ১৯৭০ - মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
•    ১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে ডিজনি এনিমেল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।

জন্ম
•    ১৭২৪ - ইম্যানুয়েল কান্ট, বিখ্যাত জার্মান দার্শনিক।
•    ১৮৭০ - ভ্লাদিমির লেনিন, মার্কসবাদী রুশ বিপ্লবী ও সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রনায়ক।
•    ১৯৭৪- চেতন ভগত, ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার।

মৃত্যু
•    ১৯৯৪ - রিচার্ড নিক্সন, যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।