ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং ফাইল ফটো

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে হংকং। নিউইয়র্ক ভিত্তিক ফার্ম ‘মার্সার’ এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের জীবনযাত্রার ব্যয় বিষয়ক এবছর ২৪তম বার্ষিক জরিপ প্রকাশ করে ফার্মটি। 

এ সংস্থার গত বছরের জরিপে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার অবস্থান শীর্ষে ছিল। হংকংয়ের অবস্থান ছিল দ্বিতীয়।

 

সংস্থাটি প্রত্যেক শহরের ২০০টি বিষয়ের ব্যয়ের ভিত্তিতে এ তালিকা করেছে। বাসস্থান, যোগাযোগব্যবস্থা, পোশাক, খাবার ও বিনোদন প্রভৃতির ব্যয় জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি জিন্সের দাম, প্রতি লিটার পানির দাম, এক কাপ কফির দাম, প্রতি লিটার পেট্রোল ও দুধের দামের পার্থক্যও এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

চলতি বছরের র‍্যাংকিংয়ে টোকিও দ্বিতীয় অবস্থানে রয়েছে। এরপর রয়েছে জুরিখ, সিঙ্গাপুর, সিউল। জরিপের শীর্ষ পাঁচের চারটি দেশই এশিয়ার।

গত বছরের র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা লুয়ান্ডা এবার ষষ্ঠ অবস্থানে রয়েছে। সাংহাই রয়েছে সপ্তম অবস্থানে। বেইজিং নবম স্থানে।

‘মার্সারে’র এ বছরের র‍্যাকিংয়ে সবচেয়ে কম ব্যয়বহুল শহরের তালিকায় রয়েছে তাসখন্দ। এ শহরের অবস্থান তালিকার ২০৯ নম্বরে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।