ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিবিসি নির্বাচিত আকর্ষণীয় ৭ স্থিরচিত্র

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
বিবিসি নির্বাচিত আকর্ষণীয় ৭ স্থিরচিত্র -

গোধূলি সন্নিকটে। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। লালচে আলোয় ছেয়ে গেছে আকাশ। কিছু সারস পাখি তাদের নীড়ে ফিরেছে। প্রকৃতির এমন দুর্লভ আয়োজন ধরা পড়েছে ফটোগ্রাফার ক্রিসটিয়ান মার্জের স্থিরচিত্রে। স্থিরচিত্রটি ধারণ করা হয়েছে সুইজারল্যান্ডে। 

ইতালির পেরুগিয়া শহরে দিগন্তবিস্তৃত ফুলের মাঠ। লাল, নীল, হলুদসহ নানা রঙের ফুলের সন্নিবেশ সেখানে।

পাখির চোখে এ দৃশ্য যেন প্রকৃতিতে তুলির আঁচড়। রয়টার্সের চিত্রগ্রাহক আলেসসান্দ্রো বিয়ানচি এমন নয়নাভিরাম দৃশ্যের স্থিরচিত্র ধারণ করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সপ্তাহের নির্বাচিত স্থিরচিত্রে এরকম কিছু আকর্ষণীয় স্থিরচিত্র প্রকাশ করেছে। জুলাইয়ের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আকর্ষণীয় স্থিরচিত্র স্থান পেয়েছে বিবিসির নির্বাচিত স্থিরচিত্রে।  

বাংলানিউজের পাঠকদের জন্য বিবিসি নির্বাচিত আকর্ষণীয় স্থিরচিত্রগুলো দেওয়া হলো-

-সূর্যাস্তে সারস পাখির স্থিরচিত্রটি তুলেছেন ক্রিসটিয়ান মার্জ।  

-মরক্কোর একটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়দৌড়। স্থিরচিত্রটি ধারণ করেছেন এএফপির চিত্রগ্রাহক কারিমসাহিব।  

-ইতালির পেরুগিয়ায় দিগন্তবিস্তৃত ফুলের মাঠ। চিত্রগ্রাহক রয়টার্সের আলেসসান্দ্রো বিয়ানচি।  

-সুইজারল্যান্ডের জুরিখে একটি লেকে বার্ষিক সাতার। চিত্রগ্রাহক রয়টার্সের আরনড উয়িগম্যান।

-ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোয় একটি আর্ট এক্সিবিশনে ফটোফ্রেমে দুই নারীর পোজ। চিত্রগ্রাহক ড্যাভিড মাউং।  

-রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ইংল্যান্ডের বিদায়ের পর হতাশ সমর্থকরা। চিত্রগ্রাহক রয়টার্সের হেনরি নিকোলাস। -
বাকিংহাম প্রাসাদের সামনে বিমানবহর দেখার জন্য হাজারও মানুষের ভিড়। চিত্রগ্রাহক সিপিএল হেলেন রিমার।      

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।