ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১১ সেপ্টেম্বর, ২০১৮, মঙ্গলবার। ২৭ ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৮৫৩ - প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।
•    ১৮৭৫ - সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।
•    ১৮৯৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহাধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের শত শত দর্শক তার বক্তৃতাটি শুনে গুণমুগ্ধ হয়ে পড়েন।
•    ১৯০৯ - ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।
•    ১৯২৬ - কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
•    ১৯৭৩ - চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।
•    ২০০১ - যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দু’টি ও পেন্টাগনে ১টি যাত্রীবাহী উড়োজাহাজ আঘাত হানে এবং তিন হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে, যাদের মধ্যে চারশ’র বেশি ছিলেন পুলিশ এবং অগ্নিনির্বাপণ কর্মী।  
•    ২০০৭ - প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।  
•    ২০১৫ - ‎মক্কায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ায় ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

জন্ম
•    ১৮৪৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
•    ১৮৬২ - ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।
•    ১৮৭৭ - জেমস জিনস, প্রখ্যাত ব্রিটিশ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
•    ১৮৮৫ - ডি এইচ লরেন্স, ব্রিটিশ সাহিত্যিক।
•    ১৯০৮ - বিনয় বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।
•    ১৯৫০ - শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশি চিত্রশিল্পী। ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায় জন্ম। এই শিল্পীর খ্যাতি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। তার চিত্রকলায় ফুটে ওঠে সংগ্রামী মানুষের প্রতিকৃতিতে দুর্দমনীয় শক্তি ও অপ্রতিরোধ্য গতির অভিব্যাক্তি। ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। এছাড়া চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন।

মৃত্যু
•    ১৮২৩ - ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।
•    ১৯৫৮ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডিয়ান কবি।
•    ১৯৭১ - নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।
•    ১৯৮৭ - মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।