তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।
২০ নভেম্বর, ২০১৮, মঙ্গলবার। ০৬ অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৮১৫- ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে ‘দ্বিতীয় প্যারি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৮১৮- ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে জন্যে স্বাধীনতা ঘোষণা করে।
১৮১৫- ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে ‘দ্বিতীয় প্যারি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৮১৮- ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে জন্যে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৫- ন্যুরেমবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু।
১৯৬২- সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়।
জন্ম
১৭৫১- টিপু সুলতান।
১৮৩৭- ফাউন্টেন পেন বা ঝরনা কলমের আবিষ্কর্তা মার্কিন বিজ্ঞানী লিউনি ওয়াটার ম্যান।
১৮৫৮- নোবেলজয়ী [১৯০৯] সুইডিশ লেখিকা সেলমা লাগেরল্যোফ।
১৮৮৯- মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবল।
১৯২৩- দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী [১৯৯১] সাহিত্যিক নাদিন গার্ডিমারের জন্ম।
মৃত্যু
১৯১০- বিশ্বখ্যাত রুশ কথাসাহিত্যিক লিও তলস্তয়।
১৯৮৪- কবি ফয়েজ আহমদ ফয়েজ।
বাংলাদেশ সময়: ০০০৪, নভেম্বর ২০, ২০১৮
এএ