ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সম্রাট শাহজাহানের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
সম্রাট শাহজাহানের জন্ম সম্রাট শাহজাহান/পোট্রেট

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৫ জানুয়ারি ২০১৯, শনিবার। ২২ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫০০- ডিউক লুদভিক সোফারজ মিলান জয় করেন।
১৬৯১- ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়।
১৭৮২- আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে ফ্রান্সের সেনাবাহিনী ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ করে।  
১৮৫৪- সান ফ্রান্সিসকোতে স্টিমারে বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।  
১৮৬৭- জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ‘জোড়াসাঁকো থিয়েটার’ উদ্বোধন করা হয়।
১৮৯৬- বিজ্ঞানী রন্টজেন সর্বপ্রথম এক্সরে আবিষ্কার করেন।
১৯০০- আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
১৯১৯- জার্মান ওয়ার্কার্স পার্টি গঠিত হয়, যা পরে নাৎসি পার্টি হিসেবে পরিচিত পায়।
১৯২২- কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত।
১৯৫০- ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা।
১৯৭১- প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

জন্ম
১৫৯২- মুঘল সম্রাট শাহজাহান।
তার পুরো নাম শাহবুদ্দিন মুহাম্মদ শাহজাহান। তিনি ১৬২৮ সাল থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেন। তিনি সম্রাট জাহাঙ্গীর ও তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানির সন্তান। শাহজাহানের রাজত্বের সময়কালের মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। তিনি অনেক শোভামণ্ডিত স্থাপনা তৈরি করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আগ্রার তাজমহল। ১৬৫৮ সালে অসুস্থ হয়ে পড়লে তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দি করেন এবং এ অবস্থায় ১৬৬৬ সালে আগ্রা ফোর্টে তার মৃত্যু হয়।

১৯২৮- পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো।
১৯৬৯- মার্কিন গায়ক মার্লিন ম্যানসন।

মৃত্যু
১০৬৬- ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড।
১৮৯০- প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
১৯৩৩- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।