ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বীর বিক্রম শাফী ইমাম রুমীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
বীর বিক্রম শাফী ইমাম রুমীর জন্ম শহীদ রুমী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৯ মার্চ ২০১৯, শুক্রবার। ১৫ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ২০১৫- অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলায় নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হয়।

জন্ম
•    ১৭৯০- যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি জন টাইলার।
•    ১৯২৯- বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক উৎপল দত্ত।
•    ১৯২৭- নোবেলজয়ী ব্রিটিশ ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ জন রবার্ট ভেন।
•    ১৯৪১- নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ জোসেফ হুটন টেইলর জুনিয়র।
•    ১৯৫১- স্বাধীনতা যুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমী বীর বিক্রম।
শরীফুল আলম ইমাম আহমেদ এবং জাহানারা ইমামের উচ্চ-মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র এবং তুখোড় বিতার্কিক। যুক্তরাষ্ট্রের ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়ার সুযোগ পেলেও যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় আদর্শগত কারণে দেশকে যুদ্ধের মধ্যে রেখে বিদেশে নিরাপদ আশ্রয়ে নিজের ক্যারিয়ার গড়তে যাননি। যুদ্ধের সময় সেক্টর-২ এর অধীনে মেলাঘরে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ঢাকা ফেরত আসেন এবং ক্র্যাক প্লাটুনে যোগ দেন। এসময় তিনি ও তার দল ঢাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ একাধিক মিশন পরিচালনা করেন। ২৯ আগস্ট রুমী বেশ কিছু গেরিলা যোদ্ধার সঙ্গে পাকিস্তান বাহিনীর হাতে ধরা পড়েন। রুমীর সঙ্গে তার বাবা শরীফ এবং ভাই জামীকেও ধরে নিয়ে যাওয়া হয়। ৩০ আগস্টের পর রুমী এবং তার সহযোদ্ধা বদী ও চুল্লুকে আর দেখা যায়নি।
 
•    ১৯৭৩- ডাচ ফুটবলার মার্ক ওভারমার্স।
•    ১৯৮০- মার্কিন অভিনেতা ক্রিস ডি এলিয়া।
•    ১৯৮৪- ব্রিটিশ গায়ক ফিলিপ হানা।
•    ১৯৯৪- দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী, গায়ক ও ড্যান্সার সুলি।

মৃত্যু
•    খ্রিস্টপূর্ব ৮৭- হান সম্রাট (চীন) জ্যু।
•    ১৭৭২- সুইডিশ জ্যোতির্বিদ ও দার্শনিক ইমান্যুয়েল সুইডেনবার্গ।
•    ১৯৪৮- ব্রিটিশ লেখক হ্যারি প্রাইস।
•    ১৯৭০- মার্কিন সাংবাদিক আন্না লউইসে স্ট্রং।
•    ১৯৮৯- ফরাসি অভিনেতা বার্নার্ড বলিয়ের।
•    ২০০৫- গ্রিক কবি মিলতস সাছতউরিস।
•    ২০১১- গ্রিক কবি, নাট্যকার, চিত্রনাট্যকার, গীতিকার ও ঔপন্যাসিক ইয়াকভস কাম্বানেলিস।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।