ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্ম বহুমুখী প্রতিভার অধিকারী লিওনার্দো দা ভিঞ্চি, ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ এপ্রিল ২০১৯, সোমবার। ২ বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯১২- উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ  দুই হাজার ২২৪ জন আরোহী নিয়ে ডুবে যায়।
১৯৭২- উত্তর ভিয়েতনামে যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামালা চালায়।
১৯৭৬- আমেরিকা ত্রিপোলি এবং ইয়ানগাজীতে হামলা চালায়।
১৯৯৭- সৌদির মিনায় হাজিক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩৪৩ হাজির মৃত্যু হয়।

জন্ম
১৪৫২- ইতালির রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি।

তিনি ছিলেন একাধারে ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৫ এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তার শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গিল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তার চিত্রকর জীবনের সূচনা হয়। রাজকীয় ব্যক্তিদের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক এবং সামরিক প্রকৌশলী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ, অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, জীববিদ্যা, গণিত ও পদার্থবিদ্যার মতো বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রে তিনি গভীর অনুসন্ধিৎসা প্রদর্শন করেন এবং মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। অনেক ঐতিহাসিক ও পণ্ডিত লিওনার্দোকে ‘ইউনিভার্সাল প্রতিভা’ বা ‘রেনেসাঁ মানব’ আখ্যা দিয়েছেন।  

১৭০৭- গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।
১৯১৪- বাঙালি শিক্ষাবিদ এবং লেখক অজিতকুমার গুহ।
১৯৯০- বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমা ওয়াটসন।
 
মৃত্যু
১৮৬৫- মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন আততায়র গুলিতে নিহত হন।
১৯৩৮- পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক সেসার ভাইয়েহো।
১৯৫৭- ভারত উপমহাদেশের অন্যতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার জগদীশ গুপ্ত।
১৯৮০- ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক জঁ-পল সার্ত্র্‌।
১৯৮৬- ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী জ্যঁ জ্যেঁনে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।