ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বীরকন্যা জোয়ান অব আর্ককে সন্ত ঘোষণা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, মে ১৬, ২০১৯
বীরকন্যা জোয়ান অব আর্ককে সন্ত ঘোষণা বীরকন্যা জোয়ান অব আর্ক

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার। ০২ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

•    ১৯২০- পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা ও রূপকথাতুল্য নেত্রী জোয়ান অব আর্ককে সেন্ট বা সন্ত ঘোষণা।

ইংরেজদের সঙ্গে যুদ্ধের (১৩৩৭-১৪৫৩) সময় তিনি ফ্রান্সের সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেন। তার স্মরণে ফ্রান্সে অনেক স্মৃতিসৌধও রয়েছে। ১৪১২ সালের ৬ জানুয়ারি জন্ম নেওয়া জোয়ান অব আর্ক প্রয়াত হন ১৪৩১ সালের ৩০ মে। ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী, কর্মসূত্রে কেউ সেন্ট বা সন্ত হতে পারেন না। ঐশ্বরিক ক্ষমতার বলেই সন্ত হওয়া যায়। কারও অলৌকিক ক্ষমতার প্রয়োগে সাফল্যের অন্তত দু’টি ঘটনাকে পোপ স্বীকৃতি দিলে মৃত্যুর পর তিনি সন্তের স্বীকৃতি পান।

•    ১৯১৬- উসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গোপন সাইকস-পিকট চুক্তি স্বাক্ষর।

•    ১৯২৯- বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার প্রবর্তন।

এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ‘উইংস’। সেরা অভিনেতার পুরস্কার জেতেন ইমিল জ্যানিংস, আর সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জানেত গায়েনর।

•    ১৯৪৪- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হাঙ্গেরি থেকে এক লাখ ৮০ হাজার ইহুদীদের প্রথম দল পোল্যান্ডের অসচিজ গ্যাস চেম্বার বা নির্যাতন কেন্দ্রে পৌঁছে।

জন্ম

•    ১৮২৩- জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক হের্মান স্টাইন্‌টল।

•    ১৯৬৬- যুক্তরাষ্ট্রের জ্যাকসন পরিবারের কনিষ্ঠ কন্যা সংগীতশিল্পী জানেট জ্যাকসন।

•    ১৯৮৬- মার্কিন অভিনেত্রী ও মডেল মেগান ফক্স।

মৃত্যু

•    ১৮৩০- প্রখ্যাত ফরাসি গণিতবিদ জোসেফ ফুরিয়ে।

•    ১৯২৬- উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান ষষ্ঠ মুহাম্মদ।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৯

টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।