ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কলঙ্কজনক জেল হত্যাকাণ্ড

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
কলঙ্কজনক জেল হত্যাকাণ্ড

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ নভেম্বর ২০১৯ রোববার। ১৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ।  ০৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৯৩- ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।
১৯০৩- মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৮- তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু।
১৯৫৭- লাইকা নামের একটি কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে যায়।
১৯৭০- ব্রিটিশ আশ্রিত রাজ্য ডোমিনিকার স্বাধীনতা লাভ।
১৯৭৫- বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্রাশ ফায়ার করে মর্মান্তিকভাবে হত্যা করা হয়।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই এটি। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাকের নেতৃত্বে গঠিত সরকার জাতীয় চার নেতাকে দলে ভেড়াতে ব্যর্থ হয়। চার নেতা বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে অস্বীকৃতি জানান এবং মোশতাকের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেন। মোশতাক তাদের প্রথমে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ৩ নভেম্বর তার প্ররোচণায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এই চার জাতীয় নেতাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। এরপর থেকে জেলহত্যা দিবস হিসেবে দিনটিকে স্মরণ করে জাতি।

জন্ম
১৮৬৬- লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন।
১৮৯৭- সাহিত্যিক ও সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীন।
১৯৩৩- নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
১৯৪৫- সাবেক পশ্চিম জার্মান ফুটবলার গার্ড মুলার।

মৃত্যু
১৯৫৪- ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিস।
১৯৭৭- বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ কুদরত-ই-খুদা।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।