ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

তীব্র শীতেও থেমে নেই পদ্মাপাড়ের মাঝিদের খেয়া নৌকা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
তীব্র শীতেও থেমে নেই পদ্মাপাড়ের মাঝিদের খেয়া নৌকা ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পদ্মাপাড়ের খেয়াঘাট। ছবি: টিপু সুলতান

পৌষের দ্বিতীয় সপ্তাহ চলছে। হাড় কাঁপানো ঠাণ্ডা। জীবিকার প্রয়োজনে রোজ যাদের ঘরের বাইরে যেতে হয়, তীব্র এ শীতেও থেমে নেই তাদের জীবনযাত্রা।

পদ্মাপাড়ে ঘাটে বাঁধা সারি সারি খেয়া নৌকা।

ঈশ্বরদী উপজেলার পাকশীতে পদ্মানদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজের কাছেই খেয়াঘাট।

সেখানে বাঁধা রয়েছে সারি সারি খেয়া নৌকা।

খেয়াঘাটে বাঁধা নৌকার সারি।

হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যেই কেউ কেউ শীতের দীর্ঘ রাত পার করেন নৌকার ভেতরেই।  

ভোরে কুয়াশার জন্য চোখে পড়ে না নদীতীর।

ভোর আসে আলো নিয়ে। তবে, ঠাণ্ডা কমেনি একটুও। কুয়াশার জন্য খালি চোখে দেখা যায় না নদীতীর। এর মধ্যেও মাঝি ঠিকই বেরিয়ে পড়েন তার খেয়া নৌকা নিয়ে।  

তীব্র শীতেই খেয়া নৌকা নিয়ে বেরিয়েছেন মাঝি।

জীবন ও জীবিকার তাগিদে শীতের সকালে ঘাট ছেড়ে যায় খেয়া নৌকাগুলো। ব্যস্ততা কমে না মাঝিদের।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।