ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১১ আগস্ট ২০২০, মঙ্গলবার। ২৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
৬৮৩- মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।
১৭৮০- বার্বাডোজে হারিকেন শুরু হয়।
১৮১০- আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।
১৮৮৪- টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
১৮৮৮- ক্যালিফোর্নিয়া থিয়েটার বন্ধ হয়ে যায়।
১৯০৮- দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
১৯০৯- রেডিওর বিপদবার্তা বা এস ও এসের ব্যবহার শুরু হয়।
১৯১৪- জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।
১৯২৯- ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।
১৯২৯- রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
১৯৫২- মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।
১৯৮৬- এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
জন্ম
১৭৩৭- ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনস।
১৮৫৮- নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান।
১৯০৮- রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেন।
১৯১১- সাংবাদিক প্রেম ভাটিয়া।
১৯২৯- খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।
১৯৭০- ইতালীয় ফুটবলার জিয়ানলুকা পেসোত্তো।
১৯৩৭- বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক ও মানবাধিকারকর্মী সালমা সোবহান।
বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার ও নারী সমাধিকার আন্দোলনের সংগঠক। তিনি গণতন্ত্র, মানবাধিকার, জেন্ডার এবং সামাজিক ন্যায়বিচার মূল্যবোধের স্বপক্ষে বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেন। পিতা মোহাম্মদ ইকরামুল্লাহ ছিলেন পাকিস্তানের প্রথম পররাষ্ট্র সচিব। তার মাতা বেগম শায়েস্তা সোহরাওয়ার্দী ইকরামুল্লাহ ছিলেন পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের সদস্য।
সালমা সোবহান ব্র্যাকের গ্রামীণ মহিলা সদস্যদের মধ্যে অধিকার সচেতনতা সৃষ্টি এবং বিরোধ নিষ্পত্তির কাজে আধা-আইনজ্ঞদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে একটি আইনি সাক্ষরতা কর্মসূচির পরিকল্পনা করেন। তিনি ও তার আটজন সহকর্মী মিলে ১৯৮৬ সালে গঠন করেন আইন ও সালিশ কেন্দ্র। দীর্ঘ পনের বছর (১৯৮৬-২০০১) তিনি এই সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে এই সংস্থা একটি নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থায় পরিণত হয়। নারী অধিকার রক্ষায় তার অবদানের জন্য তিনি ২০০০ সালে ঢাকা ‘অনন্যা’ ম্যাগাজিন পুরস্কার এবং ২০০১ সালে নিউইয়র্কে ‘ল’ইয়ার্স কমিটি ফর হিউম্যান রাইট্স পুরস্কার লাভ করেন।
সালমা সোবহান রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো Legal Status of Women in Bangladesh (১৯৭৫), Peasants’ Perception of Law (১৯৮১), No Better Options? Women Industrial Workers (সহ লেখক, ১৯৮৮)। সালমা সোবহান ২০০৩ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
মৃত্যু
১৯০৮- বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
একজন ভারতীয়-বাঙালি বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্তহত্যা করার জন্যে বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটি গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ নারীর মৃত্যু হয়। একজনের নাম মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেফতারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেফতার হন এবং দুজন নারীকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল ১৮ বছর, ৭ মাস এবং ১১ দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী করেছিল।
১৯৫৫- বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত।
১৯৭২- নোবেজয়ী আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাব।
১৯৯৫- মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ আলোন্জো চার্চ।
২০১২ - বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
টিএ