ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

শাহবাগে আন্তঃজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
শাহবাগে আন্তঃজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ছবি: শাকিল

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে আন্তঃজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুকে নিবেদিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় তিনি শিশু-কিশোরসহ প্রতিযোগীদের শুভেচ্ছা জানান এবং সাংস্কৃতিক শিক্ষায় নিজেদের মানোন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আহমদ মনিরুস সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও শেরপুরের মেয়র গোলাম কিবরিয়া লিটন। আয়োজনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. আব্দুস সালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী।

আয়োজনে অতিথিরা বলেন, লোক সংস্কৃতিতে পরিপূর্ণ ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহের রয়েছে বিশেষ সাংস্কৃতিক ইতিহাস। যার বড় উদাহরণ ময়মনসিংহ গীতিকা। তবে আমাদের শিক্ষায় আরও অগ্রসর হতে হবে। কেননা শিক্ষা হীরার আংটি হলে হীরার আলো সংস্কৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য শুদ্ধ মানুষ তৈরি করা। আমাদের প্রত্যন্ত অঞ্চলেও সঠিক শিক্ষাটি পৌঁছে দিতে হবে। যেন সবাই সংস্কৃতিমনা শুদ্ধ মানুষ হয়, পরিপূর্ণ মানুষ হয়।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, নজরুল গীতি, আধুনিক ও লোক গান, অভিনয়, আবৃত্তি, নৃত্য নিয়ে আন্তঃজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।