ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এশিয়ান গেমসে পুরুষ দলকেও পাঠাতে চায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ৭, ২০২৩
এশিয়ান গেমসে পুরুষ দলকেও পাঠাতে চায় বাফুফে

আগামী এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টে শুধু বাংলাদেশ নারী ফুটবল দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পারফরম্যান্সের বিচারে পুরুষ দলকে পাঠাতে আগ্রহ দেখায়নি তারা।

তবে নারী দলের পাশাপাশি পুরুষ দলকেও পাঠানোর ব্যাপারে আশাবাদী বাফুফে। এমনটাই জানিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল।

গতকাল বিওএ সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত বাফুফেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন নাবিল। তাই পুরুষ দলকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ জাতীয় দল কমিটির সভা শেষে নাবিল বলেন, ‘চীনের হাংজুতে এশিয়ান গেমসের লক্ষ্য নিয়েও আমরা কাজ করছি। আমরা বিওএর সঙ্গে আলোচনা করব যেন আমাদের পুরুষ দলও সেখানে যেতে পারে। ’ 

‘গতকাল বিওএ’র সভায় অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। গতকাল সন্ধ্যায় বিওএ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে ফুটবল লেখা রয়েছে। তাই আমরা আশা করছি সেখানে পুরুষ ফুটবলও থাকবে। ’ 

ইতোমধ্যেই পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর ব্যাপারে বিওএ’র সঙ্গে আলোচনা করেছেন নাবিল। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমি বিওএ সভাপতির সঙ্গে আলাপ করছি। আমরা জানিয়েছি, আমাদের পুরুষ ফুটবল দলকেও পাঠানোর প্রয়োজনীয়তা আছে। আলোচনা চলছে। আশাকরি, আমরা ইতিবাচক সাড়া পাব। ’ 

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এআর/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।