ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ না জিতলে অবসর নিতেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
বিশ্বকাপ না জিতলে অবসর নিতেন মেসি

লিওনেল মেসি অবসর নেবেন কবে? কাতার বিশ্বকাপের পর থেকেই এমন প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে ফুটবল ভক্তদের মনে। ক্যারিয়ারে অর্জনের আর কিছুই বাকি নেই।

ক্লাব ও জাতীয় দল সব মিলিয়ে পরিপূর্ণ এক ক্যারিয়ার। তবু  বিশ্বচ্যাম্পিয়িন তকমা গায়ে নিয়ে আরও কিছুদিন খেলে যেতে চান মেসি। তবে বিশ্বকাপ না জিতলে আর কখনোই জাতীয় দলে দেখা যেত না এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
  
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সেই ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পান মেসি। ক্যারিয়ারের সায়াহ্ন লগ্নে এসে পেলেন নিজের দ্রুততম গোলের দেখা। জয়ের পর এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন,  ‘বিশ্বকাপে আমি প্রচুর উপভোগ করেছি, যা আগে কখনো হয়নি আমার সঙ্গে। জানতাম যে এটাই হবে আমার শেষ বিশ্বকাপ। সত্যি করে বলতে, বিশ্বচ্যাম্পিয়ন না হলে আমি আর জাতীয় দলে থাকতাম না। আজ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আমি জাতীয় দলকে ছেড়ে যেতে পারি না এবং এর সবটুকু আমার উপভোগ করা উচিত। এই দলের মধ্যে প্রচুর মানসিক শান্তি ও আত্মবিশ্বাস খুঁজে পাই আমি। ’  

এখন অবসর না নিলেও ২০২৬ বিশ্বকাপে খেলবেন না সেটা নিশ্চিত করেছেন মেসি,  ‘বয়স ও সময়ের কারণে আগামী বিশ্বকাপ খেলাটা কঠিন। আমি এখানে থেকে মুহূর্তটা উপভোগ করছি। বাছাইপর্ব ম্যাচ আছে, তারপর কোপা আমেরিকা। তাই বিশ্বকাপটা অনেক দূরের পথ। আমরা যা অর্জন করেছি তা উপভোগ করা উচিত। ’

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।