ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আল নাসরে ছাঁটাই হওয়া গার্সিয়া এখন নাপোলির কোচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
আল নাসরে ছাঁটাই হওয়া গার্সিয়া এখন নাপোলির কোচ

নাপোলির সভাপতি অরেলিয়ে দে লরেন্তিস গার্সিয়া আগেই জানিয়েছিলেন খবরটি। এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো।

আল নাসর থেকে বরখাস্ত হওয়া রুদি গার্সিয়াকে কোচের দায়িত্ব দিল সিরি আ'র চ্যাম্পিয়ন নাপোলি।

৫৯ বছর বয়সো ফরাসি কোচ নাপোলিতে লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হলেন। গত মে মাসেই ৩৩ বছরের খরা ঘুচিয়ে নাপোলিকে শিরোপা এনে জিতিয়েছেন স্পালেত্তি। কিন্তু এত বড় সাফল্য সত্ত্বেও ক্লাব ছাড়েন তিনি।  

স্পালেত্তির মতো গার্সিয়াও ইতালিয়ান ফুটবলে পরিচিত নাম। রোমার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে গার্সিয়ার সাফল্য আসে লিলের দায়িত্ব নেওয়ার পর। নিজ দেশের ক্লাবটিকে ২০১০-১১ মৌসুমে ফরাসি লিগ এবং কাপ দুটোই জেতান তিনি।  

লিল ছাড়াও ফ্রান্সের আরও দুই ক্লাব মার্শেই এবং লিঁও-র দায়িত্ব সামলেছেন গার্সিয়া। এরপর সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের দায়িত্ব নেন তিনি। যেখানে তার অধীনে খেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ব্যর্থতার দায়ে গত এপ্রিলে তাকে বরখাস্ত করে আল নাসর।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।