ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপ

সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামছে কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামছে কিংস

ইতোমধ্যেই স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে টিকে আছে বেশ ভালোভাবেই।

আগামীকাল মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলা তিনটায় শুরু হবে খেলা।

ঈদুল ফিতরের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের একটি কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে ঈদের আগে। শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে মোহামেডান।  

বসুন্ধরা কিংস শীর্ষ ফুটবলে ওঠার পর দুইবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ দুই আসরে ফেডারেশন কাপের শিরোপা হাতছাড়া হয়েছিলে অস্কার ব্রুজনের শিষ্যদের। এবার মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে কিংস। প্রিমিয়ার লিগের পঞ্চম শিরোপা জয়ের পথে দলটি। ফেডারেশন কাপের ট্রফি উদ্ধার করতে পারলে আবারও ট্রেবল জয়ের স্বাদ পাবে তারা।  

ফেডারেশন কাপের শেষ দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসি এবং ৩০ এপ্রিল আবাহনী ও ফর্টিস এফসি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।