ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের বিপক্ষে লড়াইকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন বায়ার্ন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
রিয়ালের বিপক্ষে লড়াইকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন বায়ার্ন কোচ

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আগামী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। তবে ম্যাচটি সেমিফাইনাল নয় বরং ফাইনাল হিসেবেই দেখছেন বায়ার্ন কোচ টমাস টুখেল।

ঘরের মাঠে রিয়ালকে এমনই বিধ্বস্ত করতে চান তিনি, যেন দ্বিতীয় লেগ নিয়ে ভাবার প্রয়োজনই না লাগে।

এখন পর্যন্ত ২৬ বার রিয়ালের মুখোমুখি হয়েছে বায়ার্ন। এর মধ্যে ১১টিতে জিতেছে তারা। সবশেষ ২০১৭-১৮ মৌসুমেও সেমিফাইনাল খেলেছিল দুই দল। সেবার দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে বায়ার্নকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। তবে এবার এর পুনরাবৃত্তি চান না টুখেল।

আজ সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ বলেন, 'এই ম্যাচকে ফাইনালের মতো করে ভাবছি আমরা। এমন লাইন-আপ সাজাব যা দেখলে মনে হবে ফাইনালের জন্যই খেলছি। হ্যাঁ, আমরা জানি কিছু খেলোয়াড় পুরো ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আমরা এটা ভাবব না যে, দ্বিতীয় লেগ বাকি আছে। আমি কেবল এই একটা ম্যাচ জেতা নিয়েই ভাবতে চাই এবং এরপর মাদ্রিদে সেরা অবস্থায় থেকে পৌঁছাব। '

'আমাদের লক্ষ্য হলো ওয়েম্বলিতে (ফাইনালের ভেন্যু) জায়গা করে নেওয়া। আমরা আর্সেনালকে হারিয়েছি এবং এটা আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমরা লড়াইয়ের জন্য মরিয়া হয়ে আছি। আমাদের চোখ  কেবল কালকের ম্যাচ নিয়েই। '

কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে জয় নিয়ে আসে রিয়াল। যার ফলে স্তুতিতে ভাসছেন কোচ কার্লো আনচেলত্তি। তাকে নিয়ে টুখেল বলেন, 'কার্লো একজন কিংবদন্তি। তার মধ্যে শান্ত ও অভিজ্ঞতার ছাপ দেখা যায়। তবে গুরুত্বপূর্ণ হলো নিজেদের নিয়ে ভাবা। সমাধান খুঁজতে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা সবাই এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। '


বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।