ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশি হামজাকে নিয়ে ফিফার পোস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
বাংলাদেশি হামজাকে নিয়ে ফিফার পোস্ট

সপ্তাহখানেক আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছিলেন হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে বাফুফে।

আবেদন করেছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছেও। আজ বাংলাদেশ হামজা চৌধুরিকে নিজেদের ফেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশী হামজাকে নিয়ে পোষ্ট দিয়েছে তারা।

পুরো দেশের ফুটবল প্রেমীরা হামজার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। এর মধ্যে ফিফা ফুটবল ওয়ার্ল্ডকাপ ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা।

আগামী ১১-১৯ নভেম্বর ফিফা উইন্ডোতে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। সব ঠিক থাকলে নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে। এমনটাই প্রত্যাশা বাফুফের সাধারণ সম্পাদকেরও।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।