ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলের পরও জয় পায়নি আল নাসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
রোনালদোর গোলের পরও জয় পায়নি আল নাসর

মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের দুই সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। দুজনই পেলেন গোল।

কিন্তু শেষ হাসিটা হাসলেন বেনজেমাই। শেষদিকে গিয়ে তাদের জেতালেন স্টিভেন বেরগুয়াইন।  

সৌদি প্রো লিগের ম্যাচ আজ কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আল নাসরকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। করিম বেনজেমা ইত্তিহাদকে এগিয়ে নিয়ে যাওয়ার দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। শেষদিকে গোল করে ইত্তিহাদের জয় নিশ্চিত করেন বেরগুয়াইন।  

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ডেডলক ভাঙেন বেনজেমা। মুন্নাহ আল সানকিতির পাস থেকে গোলটি করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। মৌসুমে এ নিয়ে দশম গোল করলেন তিনি। দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। আনহেলো গাব্রিয়েলের প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরতি বল তিনি পাস দেন পর্তুগিজ তারকাকে। দারুণ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সিআর সেভেন।  

কিন্তু শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি আল নাসর। যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ এক শটে বেন্তোকে পরাস্ত করেন বেরগুয়াইন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আল ইত্তিহাদ সমর্থকরা।  

এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো ইত্তিহাদের। ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা আল কাদিসিয়ার পয়েন্ট ২৮। আর ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আল নাসর।  

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।