ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেকেনবাওয়ারের ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
বেকেনবাওয়ারের ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন সংগৃহীত ছবি

এ বছরের শুরুর দিকে দুনিয়ার মায়া ত্যাগ করেন জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছর বয়সে তার মৃত্যুর পরে ফুটবলের একটি যুগের অবসানে ঘটে।

 

এবার নিজেদের ইতিহাসের সেরা ডিফেন্ডারকে শ্রদ্ধা জানিয়ে তার ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দিল বায়ার্ন মিউনিখ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বাভারিয়ানরা লিখেছে, ‘চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মৃতিজড়িত ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন। ’

ফুটবলে লিবেরোর ধারণা প্রতিষ্ঠিত করেন বেকেনবাওয়ার। তাকে ডাকা হতো ‘ডার কাইজার’। এর অর্থ 'সম্রাট'। জার্মানরা তাকেই ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে গণ্য করে। এমনকি পেলে বা দিয়েগো ম্যারাডোনাকেও তারা বেকেনবাওয়ারের সমতুল্য মনে করে না।  

বেকেনবাওয়েরের নেতৃত্বে ১৯৭৪ বিশ্বকাপ জেতে তৎকালীন পশ্চিম জার্মানি। এর আগে ১৯৭২ সালে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ১০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবল মহাতারকা পরে কোচ হিসেবে নিজ দেশকে ১৯৯০ বিশ্বকাপ জেতান। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম ব্যক্তি তিনি। পরে ২০১৮ সালে তার কীর্তিতে ভাগ বসান ফ্রান্সের দিদিয়ের দেশম।

ক্লাব ফুটবলে বায়ার্নের জার্সিতেও বেকেনবাওয়েরের কীর্তি কম নয়। খেলোয়াড় হিসেবে তো জিতেছেনই, সত্তরের দশকে কোচ হিসেবে দুই মেয়াদে ক্লাবটিকে জেতান টানা তিনটি ইউরোপিয়ান শিরোপা। তার ঝুলিতে আছে ৪টি বুন্দেসলিগাও। এমনকি ক্লাবটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।