ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

ঘুরে দাঁড়িয়ে ইন্টারকে হারিয়ে শিরোপা জিতল মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
ঘুরে দাঁড়িয়ে ইন্টারকে হারিয়ে শিরোপা জিতল মিলান ছবি: সংগৃহীত

লাওতারো মার্তিনেসের শুরুর গোলের পর আরও একবার এসি মিলানের জালে বল পাঠায় ইন্টার মিলান। কিন্তু বিরতির পর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় এসি মিলান।

দারুণ এক জয়ে ইতালিয়ান সুপার কাপ নিজেদের করে নিল তারা।

গতকাল রাতে সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। শুরুতে ইন্টারকে লাওতারো মার্তিনেস এগিয়ে নিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মেহদি তারেমি। এরপর থিও হের্নান্দেস ব্যবধান কমানোর পর এসি মিলানকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্যামি আব্রহাম।

এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেস। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুইজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

৫২তম মিনিটে এসি মিলানের ব্যবধান কমান হের্নান্দেস। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিক। হের্নান্দেসের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে লক্ষ্যভেদ করেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে জাল খুঁজে নেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।